পাইকারিতে দেশি পেঁয়াজের দাম নিম্নমুখী, প্রভাব কম খুচরায়

জাহেদুল কবির | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমছে। বর্তমানে বাজারে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। মূলত দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ গত দুই সপ্তাহ ধরে আরো বেড়েছে। ফলে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে খুচরা বাজারে সেই পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে। গতকাল চাক্তাই খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। খুচরা বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকায়।

জানা গেছে, বর্তমানে দেশে তাহেরপুরী, বারি(তাহেরপুরী), বারি(রবি মৌসুম), বারি(খরিপ মৌসুম), স্থানীয় জাত ও ফরিদপুরী পেঁয়াজ উৎপাদন হয়। ফলে বছরজুড়েই কোনো না কোনো জাতের পেঁয়াজ উৎপাদন হচ্ছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২২ লাখ টন। এর মধ্যে ১৮ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। আর আমদানি করা হয় বাকি চার লাখ টন। মূলত এই আমদানিকৃত চার লাখ টন পেঁয়াজ বাজারের ওপর খুব বড় প্রভাব ফেলে।

পেঁয়াজের আড়তদাররা বলছেন, পেঁয়াজের বাজার চাহিদা ও যোগানের ওপর নির্ভরশীল। চাক্তাই খাতুনগঞ্জের প্রায় আড়তদার কমিশনের ভিত্তিতে পেঁয়াজ বিক্রি করেন। অর্থাৎ পেঁয়াজ আমদানিকারক যে দাম নির্ধারণ করে দেন, সেই দামে পেঁয়াজ বিক্রি করেন তারা। এর বিনিময়ে কেজিপ্রতি তারা নির্ধারিত একটি কমিশন পেয়ে থাকেন। তাই আড়তদারদের পক্ষে দাম উঠানামা করার কেনো সুযোগ নেই। আড়তদারদের পক্ষে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করা সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে পেঁয়াজের দরবৃদ্ধির সাথে সাথে প্রশাসনের লোকজন আড়তে অভিযান পরিচালনা করে। এতে আতঙ্ক তৈরি হয়। অথচ আড়তদাররা পেঁয়াজ আমদানি করেন না।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস দৈনিক আজাদীকে বলেন, দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে দাম কমছে। বাজারে দেশি পেঁয়াজেরও পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই পেঁয়াজের দাম বাড়ারও আশঙ্কা নাই। বরং সামনের দিনগুলোতে পেঁয়াজের দাম আরো কমতে পারে।

আমির হোসেন নামের একজন ক্রেতা জানান, পাইকারিতে পেঁয়াজের দাম কমছে, এটি একটি ইতিবাচক দিক। তবে খুচরা বাজারে পেঁয়াজের দাম সেই হিসেবে কমছে না। অথচ পাইকারিতে যখন পেঁয়াজের দাম বাড়ে, তখন খুচরা বাজারে সাথে সাথে দাম বেড়ে যায়। তবে প্রশাসনকে খুচরা বাজারে অভিযান চালাতে হবে। কারণ পাইকারিতে দাম কমার সুফল ক্রেতারা পাচ্ছেন না।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের নির্বাহী আদেশ : কাতারে হামলা হলে পাল্টা হামলা
পরবর্তী নিবন্ধশারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীতে তারেক রহমানের শুভেচ্ছা