পাইকারিতে এখনো চড়া চালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরণের চালের দাম বস্তায় বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত। তবে দাম বাড়েনি বেতি আতপ ও মোটা সিদ্ধ চালের দাম। চালের আড়তদাররা বলছেন, আমাদের দেশে কৃষকের ঘরে নতুন ধান উঠলে এর প্রভাবে চালের দাম কমে। কিন্তু গত দুই তিন বছর ধরে ব্যতিক্রম ঘটছে। এর কারণ হলো, অনেক শিল্পগ্রুপ ধান-চাল মজুদ করে বিভিন্ন মোড়কে বাজারজাত করছে। ফলে বাজারে ধান-চালের সরবরাহ সংকট দেখা দেয়। গত তিন বছর আগেও মণপ্রতি ধানের গড়মূল্য ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। বর্তমানে সেটি হাজার পেরিয়ে গেছে।
নগরীর চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা যায়, ধানের দাম বৃদ্ধির প্রভাব গত এক সপ্তাহের ব্যবধানে ৫০ কেজি ওজনের চালের বস্তায় দাম বেড়েছে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত। কেবল স্থিতিশীল রয়েছে বেতি আতপ ও মোটা সিদ্ধ চালের দাম। চালের আড়তদাররা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ১০০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৪৫০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ১৫০ টাকা বেড়ে ২ হাজার ২০০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ১০০ টাকা বেড়ে গিয়ে ৩ হাজার ২০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি ৩০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৫০ টাকা, মিনিকেট আতপ ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৬৫০ টাকা এবং পাইজাম আতপ বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ টাকা এবং স্বর্ণা সিদ্ধ ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ টাকায়।
অন্যদিকে অপরিবর্তিত আছে বেতি আতপ ও মোটা সিদ্ধ চালের দাম। বর্তমানে বেতি আতপ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকা এবং মোটা সিদ্ধ চাল ১ হাজার ৮৫০ টাকা। জানতে চাইলে পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, চালের বাজার কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। কৃষকের ঘরে নতুন ধান উঠার আগে উত্তরাঞ্চলের মোকামগুলোতে ধান-চালের দাম বাড়তি। আমরা অতীতে সব সময় দেখে আসছি, নতুন ধান উঠলে চালের দাম কমে যায়। কিন্তু গত দুই-তিন বছর ধরে সেটি লক্ষ্য করা যাচ্ছে না। এ বছরও ধানের ভালো ফলন হয়েছে। অথচ উত্তরাঞ্চলের মোকামগুলোতে ধান বিক্রি হচ্ছে মণপ্রতি হাজারের ওপরের। আমরা যতটুকু শুনেছি, দেশের কিছু শিল্পগ্রুপ সরু ধান কিনে মজুদ করছে। এছাড়া সরকার কিনছে মোটা ধান। এরপ্রভাবে ধান চালের বাজার আর নিয়ন্ত্রণে থাকছে না।
চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ বলেন, মোকামে এখনো চড়া ধান চালের বাজার। ধানের দাম বেশি হওয়ায় স্বাভাবিকভাবে চালের বাজার বাড়তি। তবে গত এক সপ্তাহে চালের বাজার খুব বেশি বাড়েনি। তবে পাইকারী বাজারে বেচাবিক্রি এখন খুব কম।