পাইওনিয়ার ফুটবল লিগে নিমতলা ও কে এম স্পোর্টিংয়ের জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৫ জুন, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে গতকাল শনিবার নিমতলা এভারগ্রীন ক্লাব এবং কে এম স্পের্ার্টিং ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। বেলা ১.৪৫ টায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের প্রথম খেলায় নিমতলা এভারগ্রীন ক্লাব ৩-০ গোলে ওয়াই কে বি ফ্রেন্ডশিপকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দিদারুল ইসলাম ২টি ও ইফতেখার আলম রিফাত ১টি গোল করেন।

দিনের দ্বিতীয় খেলা বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে কে এম র্স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হাটহাজারী খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। বিজয়ী কে এম স্পোর্টিং ক্লাবের পক্ষে মাহিনুল হক ও মারুফুল হুদা আসিফ ১টি করে গোল করেন।

আজ ২টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বেলা ১.৪৫ টায় খেলবে বাবর ফুটবল একাডেমি এবং ডাইনামিক ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে মোহরা স্পোর্টস একাডেমি এবং বরমা ফিজিক্যাল ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধফরাসি ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন শিয়াওতেক
পরবর্তী নিবন্ধওপিএ, ফ্রেন্ডস ক্লাবের জয়লাভ