পাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড় বাছাই ২০ডিসেম্বর শুরু

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী ২০ই ডিসেম্বর শুরু হবে। মহানগরী ক্রীড়া সংস্থার কার্যালয়ে ২য় তলায় বাছাই কার্যক্রম ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ৩১.১২.২০২৫ যে সকল খেলোয়াড়ের বয়স ১৮ বছর পূর্ণ হবে, অর্থাৎ ০১.০১.২০০৮ বা তারপরে যাদের জন্ম, কেবলমাত্র তারাই এই লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতি খেলোয়াড়কে ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি স্কুলের প্রধান শিক্ষক বা কলেজের অধ্যক্ষের নিকট হতে সত্যায়িত করতে হবে (মোবাইল এ তোলা ছবি গ্রহণযোগ্য নহে)। জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার ছবি সংযুক্ত প্রবেশপত্র/ রেজিস্ট্রেশন কার্ডের মূলকপিসহ ফটোকপি আনতে হবে। উল্লেখিত সার্টিফিকেট না থাকলে স্কুল বা কলেজ থেকে ছবিযুক্ত জন্মতারিখ,পিতামাতার নামসহ প্রত্যায়নপত্র আনতে হবে। বাছাই কার্যক্রম আরম্ভের পূর্বেই দলের কর্মকর্তাকে অফিস হতে অবশ্যই ফরম সংগ্রহ করতে হবে। ২০ ডিসেম্বর,শনিবার,সন্ধ্যা ৬.টা হতে ৯টা পর্যন্ত যে সব দলের বাছাই হবে সে দলগুলো হচ্ছে: শিকলবাহা স্পোর্টস একাডেমি,আরবান ফুটবল একাডেমি,বাংলাদেশ ফুটবল ক্লাব,হাটহাজারী স্পোর্টস ক্লাব,রাইজিং ষ্টার ফুটবল একাডেমি,চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান,চট্টগ্রাম ইডেন ষ্টার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন
পরবর্তী নিবন্ধবধির শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন