ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে গতকাল মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয়লাভ করে হাটহাজারী স্পোর্টস ক্লাব এবং লালখান বাজার বয়েজ ক্লাব। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় হাটহাজারী স্পোর্টস ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলে রাঙ্গুনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা গোলশূন্য থাকে। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় লালখান বাজার বয়েজ ক্লাব ৩-০ গোলে কাজল ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন ইশতিয়াক, হুমায়ার হাসিব, সাইদুল হক। পাইওনিয়র ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে।
দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে মাদারবাড়ী শোভনীয় ফুটবল একাডেমি এবং নিমতলা এভারগ্রীন ক্লাব। দ্বিতীয় খেলায় অংশ নেবে সাতকানিয়া ফুটবল খেলোয়াড় সমিতি এবং হাটহাজারী খেলোয়াড় সমিতি। দুটি খেলাই দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে।