পাইওনিয়র ফুটবল লিগে ধানসিঁড়ি, রামপুরার জয়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় জিতেছে ধানসিঁড়ি ক্লাব এবং রামপুরা একাদশ। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের প্রথম খেলায় ধানসিঁড়ি ক্লাব ৬-১ গোলে ডাইনামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে হৃদয় চৌধুরী ২৯ ও ৫৫ মিনিটে ২টি গোল করেন। জিদান দাশ, নাহিদ হোসেন, ইকু রহমান এবং ইয়াছিন আরাফাত প্রত্যেকে ১টি করে গোল করেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় রামপুরা একাদশ ৪-০ গোলে মোহরা স্পোটর্স একাডেমিকে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে মো. হোসেন, মো. রায়হান, রিদোয়ান এবং মো. ওয়াহিদুল ইসলাম প্রত্যেকে ১টি করে গোল করেন।

পাইওনিয়র ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় এ খেলায় অংশ নেবে শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং পাহাড়তলী একাদশ। পরদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে।

বেলা:১.৪৫ মিনিটে প্রথম খেলায় মোকাবেলা করবে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি বনাম এফ.সি. চট্টগ্রাম। দ্বিতীয় খেলা বেলা ৩ টায় মুখোমুখি হবে মোহরা ফুটবল একাডেমি বনাম রাঙ্গুনীয়া ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধদর্পণের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টই জিততে চান হেইন্স