ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের তেত্রিশতম আসর গতকাল ১ জুন থেকে দামপাড়া পুলিশ লাইনস মাঠে শুরু হয়েছে। লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর। উদ্বোধনী খেলায় রামপুরা একাদশ ৭–০ গোলের বড় ব্যবধানে বরমা ফিজিক্যাল ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয়ী রামপুরা একাদশের পক্ষে মেহেদী হাসান ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করেন। এছাড়া মো. হাসান, ইকরামুল হক দিহান, ওয়াহিদুল ইসলাম, রিদুওয়ানুল হক প্রত্যেকে একটি করে গোল করেন। এর আগে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের পর যাহেদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন। স্পন্সর এম এম ইস্পাহানি লিঃ এর পক্ষে বক্তব্য রাখেন শাহ মঈন উদ্দিন হাসান জিএম টি ট্রেড। বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপ অফ কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। অতিথিবৃন্দ উভয় দলের অধিনায়ক সহ বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ইবাদুল হক লুলু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরা, সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত কমিশনার সানা শামীমুর রহমান ( অর্থ ও প্রশাসন), শামছুল আলম (অপারেশন ও ক্রাইম), উপ–পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) ফারুকুল হক, উপ পুলিশ কমিশনার (বিল্ডিং এন্ড ডেভলপম্যান্ট) মুসতাইন হোসাইন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম হুমায়ূন এবং অন্যান্য অতিরিক্ত উপ পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ শাহীন, আর আই মোহাম্মদ জাহাঙ্গীর।
এছাড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান, মিনহাজ উদ্দিন আহমেদ, নিয়াজ মোহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফরিদ আহমদ, শামীম আজাদ খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ফুটবল কমিটির সম্পাদক আশীষ ভদ্র, যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ,এম এ মুসা বাবলু, মাহবুবুল আলম ভূঁইয়া মুকুল, জহির উদ্দিন কুট্টি, সদস্য শাহজাহান, আব্দুল গফুর পন্টি, সাবেক ফিফা রেফারি মারুফ সিকদার, এম এম ইস্পাহানি লিঃ এর মহাব্যবস্থাপক আইটি কামাল উদ্দিন, চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং জিএম শাহাবুদ্দিন আহমেদ, পাহাড়তলী টেক্সটাইল সিইও মাহবুবুল আলম, মুকুল, ইস্পাহানী টি এর বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল, তাসবির হাকিম, নুর নবী প্রমুখ উপস্থিত ছিলেন।