পাইওনিয়ার ফুটবল লিগে হাটহাজারী ও বড় উঠান জয়ী

| রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল শনিবার ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের প্রথম খেলায় হাটহাজারী খেলোয়াড় সমিতি ৩১ গোলে নেমা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. সাহেদ ২টি এবং নাঈম উদ্দিন ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে একটি গোল করেন মো. রায়হান। দিনের ২য় খেলায় বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ২১ গোলে ধানসিঁড়ি ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ফাহিম ইসতিয়াক ও মিসবাহ রহমান ১টি করে গোল করেন।

আজ ২টি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ১.১৫ মিনিটে মুখোমুখি হবে পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র বনাম হালদা ফুটবল ক্লাব, ২য় খেলা অনুষ্ঠিত হবে বেলা ২.৩০টায়। এতে মুখোমুখি হবে চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বনাম মাদারবাড়ী শোভনীয়া ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধবাড়াই পাড়া রোডের উন্নয়ন কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড টেস্ট সিরিজে অধিনায়ক শান্ত