পাইওনিয়ার ফুটবল লিগে পাহাড়তলী ও শোভনীয়ার জয়

| সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল রোববার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের প্রথম খেলায় পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র টাইব্রেকারে ৪২ গোলে হালদা ফুটবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইমতিয়াজ হোসেন মারুফ, মো. আকবর বাদশা, মো. সাফায়েত ইসলাম এবং তৌহিদুল ইসলাম গোল করেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৭০ গোলে চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রঞ্জয় দাশ ৫টি, নুরুল ইসলাম আকিব ২টি গোল করেন।

পূর্ববর্তী নিবন্ধফায়ার সার্ভিসে প্রথমবারের মতো নারী ‘ফায়ার ফাইটার’
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চিৎমরম মৌজার জয়