পাইওনিয়ার ফুটবল লিগে অংশ নেবে ২৪টি দল

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে ২৪টি দল অংশগ্রহন করবে। চ...স ফুটবল কমিটি লিগে অংশগ্রহণের জন্য আবেদনকৃত দল হইতে ২৪টি দলকে নির্বাচিত করে। নির্বাচিত দলগুলো হলো: দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি,মোহরা ফুটবল একাডেমি, রামপুর একাদশ ফুটবল একাডেমি,ডায়নামিক ফুটবল একাডেমি,কাজল ফুটবল একাডেমি, শিকলবাহা স্পোর্টস একাডেমি, হাটহাজারী খেলোয়াড় সমিতি,কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি,মোহরা স্পোর্টস একাডেমি,ধানসিঁড়ি,ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাব,পাহাড়তলী একাদশ ক্রীড়াচক্র,প্রভাতী একাডেমি,আবুরখীল খেলোয়াড় সমিতি, মাদারবাড়ী শোভনীয় ক্লাব,হাটহাজারী স্পোর্টস ক্লাব,মাদারবাড়ী স্পোর্টিং ক্লাব,পাঠানটুলী ফুটবল একাডেমি,বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ফতেয়াবাদ ফুটবল একাডেমি,নেমা ফুটবল একাডেমি,ফরিদ ফুটবল একাডেমি,নানুপুর আরজি ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট পরিচালনা করবেন সাইফুল্যা মুনির
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ওয়ায়েস কাদের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু