ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের সেমি–ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। দামপাড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠেয় প্রথম সেমি–ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব বনাম আবুরখীল খেলোয়াড় সমিতি, বেলা–১.১৫টা। দ্বিতীয় সেমি –ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি বনাম কাজল ফুটবল একাডেমি, বেলা–২.৩০টা।












