ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে মাদারবাড়ী স্পোর্টিং ক্লাব এবং বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি জয়লাভ করেছে। গতকাল রোববার দামপাড়া পুলিশ লাইনস মাঠে দিনের ১ম খেলায় মাদারবাড়ী স্পোর্টিং ক্লাব ৩–০ গোলে নেমা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের মো. ইমরান হোসেন ২টি এবং নিলয় বড়ুয়া ১টি গোল করেন। দিনের ২য় খেলায় বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ১–০ গোলে ডাইনামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে।