পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেছে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ, ভেষজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। সকালে বরকল ইউনিয়নের বরকল এসজেড উচ্চ বিদ্যালয়ে ছাত্র–ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ফতেনগর স্কুল, জোয়ারা স্কুল, কাঞ্চননগর, চন্দনাইশ পৌরসভা, সাতবাড়িয়া স্কুল, হাছনদন্ডী, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান স্কুল, খানদীঘি স্কুল, পূর্ব সাতবাড়িয়া ছাদেক পাড়া, গাছবাড়ীয়া স্কুল সহ চন্দনাইশ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে চারা গাছ বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন চন্দনাইশ সমিতি–চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রাস্ট সদস্য এবং চারা বিতরণ অনুষ্ঠানের স্পন্সর আবু ফয়েজ, উপদেষ্টা সদস্য ড. এম. এ গফুর, সভাপতি আবু তাহের চৌধুরী,সাধারণ সম্পাদক ও চারা বিতরণ অনুষ্ঠানের স্পন্সর মাকসুদুর রহমান, সিনিয়র সহ–সভাপতি আবদুল মান্নান, সহ–সভাপতি এডভোকেট মো. নজরুল ইসলাম, যুগ্ম –সাধারণ সম্পাদক যথাক্রমে আ.ন.ম হাসান চৌধুরী, আবু সাঈদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মো. সাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।