পাঁচ হাজার ইয়াবা ও ২৫ লিটার চোলাইমদ জব্দ

লোহাগাড়ায় ৪ পাচারকারী আটক

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবা ও ২৫ লিটার চোলাইমদসহ ৪ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামকঙবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলটেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাতিয়ার ঘোনা করাচি পাড়ার মো. শাহ আলম (২২), একই এলাকার মো. নোমান (২৩), বাংলাবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুরুলিয়া এলাকার ওমর ফারুক (২০) ও চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামহুরী এলাকার স্বরুপ চৌধুরী (৩২)

পুলিশ জানায়, মহাসড়কের অভিযান চালিয়ে স্বরুপ চৌধুরীর কাছ থেকে চোলাইমদ ও অন্যদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। তারা এসব মাদক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানোর দাবি
পরবর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতার স্মৃতিরক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন