নগরীতে পাঁচ হাজার ১০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফয়সাল (২৮), মো. হাসিম প্রকাশ নূর হাসেম (৪২), আয়েশা বেগম (৩৫), আছিয়া বেগম (৩৫) ও মো. জোবাইর (২২)। সিএমপি জানায়, গত সোমবার সন্ধ্যায় ইপিজেড ও বায়েজিদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ইপিজেডের স্টিলমিল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হন মো. ফয়সাল। তার কাছে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়।