কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের দরিদ্র পরিবারের প্রায় পাঁচ শতাধিক শিশুর খৎনা ক্যাম্প শুরু হয়েছে। প্রথমদিন সোমবার ক্যাম্প উদ্বোধনীতে খৎনা সম্পন্ন হয়েছে ১৭০ জন শিশুর। এ সময় প্রয়োজনীয় ওষুধপত্র ও বিনামূল্যে দেওয়া হয় তাদের। পর্যায়ক্রমে বাকী শিশুদেরও বিনামূল্যে খৎনা সম্পন্ন এবং ওষুধপত্র দেওয়া হবে। ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুল ইসলাম আদরের সৌজন্যে এই খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ডুলাহাজারা কলেজে হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, ওসমান গণি, অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী, রস্তম গণি মাহমুদ, মনসুর আলম, মো. সরোয়ার, শাহ আলম, তৌহিদুল ইসলাম, আব্দুর রশিদ হায়দার, জামাল উদ্দীন হাদী, আজিজ হেলালী, মো. সিরাজ, হুমায়ন কবির।










