পটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিকের বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা শেখ জাফর আউলিয়া মাজার মাঠে হক–জান্নাত পরিবারের উদ্যোগে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্যাম্পে চিকিৎসা দিতে ১০ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
পিঙ্গলা শেখ জাফর আউলিয়া জামে মসজিদের সভাপতি সামশুল আনোয়ার খানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিশ্বনাথ দাশ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ডাক্তার এম এ করিম, সমাজসেবক জসীমুল আনোয়ার খান, ডাক্তার ইকবাল হোসেন। উদ্বোধক ছিলেন ডা. সুকান্ত ভট্টাচার্য। এছাড়া আরও উপস্থিত ছিলেন মীর নাজের আহমদ, মীর জাকের আহমদ, মীর মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন খান, ফরহাদুল ইসলাম খান প্রমুখ। বিশেষজ্ঞ চিকিৎসকেরা হলেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী শামীম আল মামুন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মাহমুদ সোহেল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আরিফুল ইসলাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম গোলাম মহিউদ্দিন। এছাড়াও শেভরন চক্ষু রিচার্স সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির সেবা প্রদান করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, মানুষের সেবায় সবসময় হক–জান্নাত পরিবারের সদস্যরা কাজ করছেন। তাই তারা যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শুধু পিঙ্গলা এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তারা। এছাড়াও এ এলাকার মানুষের জন্য শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেডে ২৫% ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












