পাঁচ মাস পর ৫শর নিচে রোগী

দেশে বাড়ল মৃত্যু

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

দেশে দিনে শনাক্ত করোনাভাইরাসের রোগীর সংখ্যা প্রায় পাঁচ মাস পর পাঁচশর নিচে নেমেছে। তবে মৃত্যু আগের দিনের চেয়ে প্রায় তিন গুণ বেড়েছে। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা আগের দিন ছিল ৭। তাদের নিয়ে কোভিড-১৯ মহামারীতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৬৭৪। গত এক দিনে ৪১৫ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮। গত ১৬ মে’র পর দৈনিক সংক্রমণের এটাই সর্বনিম্ন সংখ্যা। ১৬ মে ৩৬১ রোগী শনাক্তের খবর এসেছিল। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ৫৪৩ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
এই হিসাবে দেশে এই মুহূর্তে রোগীর সংখ্যা ১১ হাজার; করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে জুন-জুলাই মাসে এই সংখ্যা লাখ ছাড়িয়েছিল। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ৭৭ শতাংশ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৩ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় পাল্টাপাল্টি মামলায় অজ্ঞাতসহ ২৩৮ আসামি
পরবর্তী নিবন্ধমৃত্যুহীন দিনে চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের হার