পাঁচ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

ঢাকার এভারকেয়ার হাসপাতালে টানা পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। খবর বিডিনিউজের।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিকেল ৫টায় বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, মেডিকেল বোর্ডর সিদ্ধান্তে ম্যাডাম বাসায় গেছেন। বোর্ড এখন তার চিকিৎসা বাসায় গিয়ে করবে।

গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।

পূর্ববর্তী নিবন্ধশক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগোল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদেশের রিজার্ভ এখন ২০.১৮ বিলিয়ন ডলার