পাঁচ বেসামরিককে হত্যা, কাশ্মীরে বাড়ছে উত্তেজনা

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে দুইটি ভিন্ন হামলায় এক শিশুসহ পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিবিসি জানায়, রোববার সন্ধ্যায় রাজৌরি জেলায় সন্ত্রাসীরা তিনটি বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে চারজন নিহত এবং নয়জন গুলিবিদ্ধ হন। পরদিন সোমবার ওই তিনটি বাড়ির কাছে একটি বোমার বিস্ফোরণ হলে এক শিশু নিহত এবং আরও চারজন আহত হন। বোমা বিস্ফোরণটি কীভাবে ঘটেছে সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খবর বিডিনিউজের।

রোববার সন্ধ্যার গুলির ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন তাদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ। ওই অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রধান মনোজ সিনহা রাজৌরিতে কাপুরোষচিত হামলার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন।

সোমবার এক টুইটে তিনি বলেন, আমি জনগণকে নিশ্চিত করে বলছি, যারা এই ঘৃণ্য হামলার পেছনে রয়েছে তাদের অবশ্যই সাজা দেওয়া হবে। রোববার নিহতরা সবাই কাশ্মীরের সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের। গত বছর মুসলমান অধ্যুষিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন হিন্দু নিহত হয়েছেন, যা কাশ্মীরে বসবাস করা হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
পরবর্তী নিবন্ধ‘বেগমরা আরো সন্তান চান’