ঈদুল আজহায় নগরী ও জেলায় গত পাঁচ দিনে ৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া দুটি রহস্যজনক মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে পুলিশ নির্দিষ্ট করে বলতে পারছে না এ দুটি হত্যা না আত্মহত্যা। নগরীর হালিশহরে দুর্বৃত্তদের মারধরের জেরে মো. সুজন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুজন হালিশহরের সবুজবাগ জি ব্লক এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন বলেন, গাড়ি পার্কিংয়ের জেরে গত ১১ জুলাই সুজনের সঙ্গে দুর্বৃত্তদের মারামারির ঘটনা ঘটে। কিন্তু কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, থানায়ও জানায়নি। বুধবার সকালে হঠাৎ সুজন বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এদিকে চকবাজারে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ (২২) নামে এক ওয়াইফাই ক্যাবল অপারেটর খুন হয়েছেন। এ ঘটনায় সাকিব ও শফিক নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে পিতা-পুত্র। গত ১২ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে চকবাজার থানার মৌসুমীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সৌরভ খান সোহাগ ডিসি রোড এলাকার হারুনর রশীদের ছেলে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হালিম বলেন, ছুরিকাঘাতে সোহাগ নামের ওই যুবক খুনের পরপরই অভিযান চালিয়ে শফিক ও তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে হাজির করা হলে সোহাগকে হত্যার কথা স্বীকার করেন শফিক। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। সাকিব হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা থাকলেও দেয়নি। তাই তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) বলেন, দুপুর ১২টার দিকে সোহাগের সঙ্গে শফিকের ঝগড়া হয়। এক পর্যায়ে শফিককে চড় মারে সোহাগ। ওই সময় শফিক তার হাতে থাকা লোহার বাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। তাদের মারামারির খবর পেয়ে শফিকের ছেলে সাকিব ঘটনাস্থলে গিয়ে সোহাগকে আবার মারধর করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে। পরে সোহাগকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোহাগ হত্যার ঘটনায় বাবা হারুনুর রশীদ বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় মো. শফি, তার স্ত্রী মঞ্জু বেগম, ছেলে সাকিব হোসেন ও মাহমুদ নামে একজনকে আসামি করা হয়েছে।
নগরীর কলসি দিঘির পাড় এলাকায় তানিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ‘আত্মহত্যা’ দাবি করলেও তথ্যদাতা ফুফাতো ভাইয়ের কথায় সন্দেহ করছে পুলিশ। ৯ জুলাই গভীর রাতে এ ঘটনা ঘটে। তানিয়া কলসি দিঘির পাড় পকেট গেট আজিজ কলোনির বাসিন্দা। তিনি ভোলা জেলার মোহাম্মদ বেলাল হোসেনের মেয়ে। পড়তেন চট্টগ্রাম হোমিও কলেজের দ্বিতীয় বর্ষে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে পরিবার বললেও মেয়েটির ফুফাতো ভাইয়ের কথায় কিছুটা এলোমেলো মনে হয়েছে। তার ফুফাতো ভাই আমাদের জানান, রাতে পেট ব্যথা উঠলে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু ঘটে।
মীরসরাইয়ে মো. ইব্রাহিম রাজু নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ৯ জুলাই রাত ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ বিশ্বরোড দরবারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু। নিহত রাজু (২৭) জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাউয়াচল টিলা এলাকার মহিউদ্দিন ও সুরমা বেগমের ছেলে। তিন ভাই, এক বোনের মধ্যে রাজু সবার বড়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার তাদের আটক করা হলেও ১১ জুলাই দুপুরে এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ইলিয়াছ কোম্পানির ছেলে কামরুদ্দীন সোহেল (৩৬) ও একই এলাকার এরশাদ উল্লাহর ছেলে নুর উদ্দিন (৩৫)।
নগরীর মেহেদীবাগে আলেয়া বেগম (৫২) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী গোফরান উদ্দীন চৌধুরীকে আটক করেছে পুলিশ। ৯ জুলাই সকালে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম চকবাজার থানার মেহেদীবাগের গোফরান উদ্দীন চৌধুরীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, সকালে খবর পেয়ে আমরা মর্গ থেকে মহিলার মরদেহ উদ্ধার করেছি। মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।