পাঁচ দাবিতে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি দিল খেলাফত মজলিস

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। কর্মসূচির মধ্যে আছে১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলাউপজেলায় বিক্ষোভ মিছিল। গতকাল রোববার সকালে ঢাকার নয়া পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির মুহাম্মাদ মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন। খবর বিডিনিউজের।

শনিবার একটি সংবাদমাধ্যমে খবর আসে জামায়াতে ইসলামীসহ আটটি দল চার দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে। খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টিএনসিপির নাম এসেছে সে খবরে। সেখানে বলা হয়, শিগগিরই দলগুলো কর্মসূচি ঘোষণা করবে।এর মধ্যে এনসিপি খবরটিকে বিভ্রান্তিকর মন্তব্য করে নাকচ করে দিয়েছে। দলটি বলেছে, তারা কোনো দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না।

খেলাফত মজলিসের দাবিগুলো হলজুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং সংসদের উচ্চকক্ষে সংখ্যানপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ
পরবর্তী নিবন্ধশিল্পকলায় তারুণ্যের শিল্পশৈলী প্রদর্শনীর উদ্বোধন