পাঁচ দশকের সতীর্থ হারিয়ে বিপর্যস্ত রাইসুল ইসলাম আসাদ

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

মারা গেছেন গুণী নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। গত সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার আকস্মিক প্রয়াণে বিষণ্ন হয়ে আছে চলচ্চিত্র ও শিল্প অঙ্গনের মানুষের মন। কেননা পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি এই ভুবনে মিশে ছিলেন। ১৯৮০ সালের সিনেমা ‘ঘুড্ডি’র জন্য খ্যাতি পেয়েছেন সালাহউদ্দিন জাকী। ছবিতে নায়কের ভূমিকায় কাজ করেছেন রাইসুল ইসলাম আসাদ। কালজয়ী ছবিটির সূত্র ধরেই তার সঙ্গে আলাপ করতে চায়। তবে কিছুটা বিরক্তির সুরেই জানালেন, এমন অবস্থায় ছবির গল্পবিশ্লেষণ করতে চান না।

বরেণ্য অভিনেতা বলেন, তার সঙ্গে কাজের স্মৃতি, বিচারবিশ্লেষণ এখন জানতে চাইবেন না। একটু সময় দিন। যার সঙ্গে দিনরাত কাজ করেছি, আড্ডা দিয়েছি, এত দিনের সম্পর্ক, সেই মানুষটা চলে গেছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি। কিছু দিন সময় যাক। তখন তার কাজ নিয়ে বিস্তারিত বলবো।

রাইসুল ইসলাম আসাদ জানান, সালাহউদ্দিন জাকীর সঙ্গে তার পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ক ছিল। তার ভাষ্য, তাকে নিয়ে কী বলবো। বলার তো কিছু নাই আসলে। তার সঙ্গে প্রায় ৫০৫২ বছরের পরিচয়, মেলামেশা, কাজ। সোজা কথায়, আমি তো তার অ্যাসিসট্যান্ট। একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছি, থিয়েটার করেছি, চলচ্চিত্র ও সংস্কৃতি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কাজ করেছি।

পূর্ববর্তী নিবন্ধনির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী ইন্তেকাল করেছেন
পরবর্তী নিবন্ধঅপু বিশ্বাসের নামে থানায় জিডি