পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়নসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির অর্ধশতাধিক সদস্য অংশ নেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, আয়কর মুক্ত/বাণিজ্যিক রেজিস্ট্রেশন দেওয়া, দেশের সকল রাস্তায় প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সে আটটি আসন অনুমোদন এবং সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা রাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন দুর্যোগে অ্যাম্বুলেন্স নিয়ে বিনা টাকায় সেবা দিয়ে সরকারের কাজে সহযোগিতা করেছি। কিন্তু দীর্ঘ দিন ধরে আমরা দাবি জানিয়ে আসলেও সে দাবি এখনো পূরণ হয়নি। দ্রুত সময়ে পাঁচ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা। চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরিফ, সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রহিম মহাজন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেয়াং পাহাড় শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধবিদ্যুতের অপচয় রোধে জেলা প্রশাসনের অভিযান