পাঁচ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর ইপিজেড মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মোঃ নূর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই দেশ আল্লাহর, এই দেশের মানুষ মুসলমান। তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা আর চলবে না! ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ জনতার ন্যায্য অধিকার আদায়ের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছ্তে এই পাঁচ দফা দাবি শুধু রাজনৈতিক নয়, এটি জাতির আত্মমর্যাদার দাবি। তিনি আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা রাজপথ ছাড়বে না। আমরা শান্তিপ্রিয়, কিন্তু অন্যায়অবিচারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। ইনশাআল্লাহ এই আন্দোলন হবে জনগণের মুক্তির আন্দোলন, ন্যায়ের বিজয়ের আন্দোলন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ১নং সদস্য আবুল কাশেম মাতব্বর, নগর সেক্রেটারি মোহাম্মদ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মোঃ নোয়াব মিয়া এবং ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাব দুস্থ পরিবারে দিল ঢেউটিন ও চিকিৎসা সহায়তা
পরবর্তী নিবন্ধরাউজানে কেঁচো সারে সফল কৃষক