পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের স্বীকৃতি, খুনিদের বিচার, রাষ্ট্র সংস্কারসহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর ওয়াসা চত্বরে গতকাল শুক্রবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ জান্নাতুল ইসলাম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর সিনিয়র সদস্য আবুল কাশেম মাতাব্বর, চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য নুরুদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর শুক্কুর, মোঃ নুরুল আলম, মাওলানা মোসলেউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, হাজী মোহাম্মদ তরিকুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ, যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।