কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ জেলায় সহিংসতার মামলায় ২৪ পরীক্ষার্থী কারামুক্ত হয়েছেন। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সাত, রংপুর কারাগার থেকে ১০, শেরপুর থেকে দুই, মাদারীপুর কারাগার থেকে তিন ও সাতক্ষীরা কারাগার থেকে দুজন মুক্তি পেয়েছেন। খবর বিডিনিউজের।
কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের কর্মকর্তা জানান, গতকাল শনিবার সকালে তিনজন এবং বিকালে আরও তিন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ ছয়জনের সবাই নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। তাদের জামিনের কাগজপত্র যাচাই–বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২ এর জ্যেষ্ঠ সুপার মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, সেখান থেকে এক শিক্ষার্থী মুক্তি পেয়েছেন।
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এদের মধ্যে গত শুক্রবার কারামুক্ত হন আট শিক্ষার্থী। বাকি দুইজন গতকাল মুক্তি পেয়েছেন বলে শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন বলেন।
শেরপুরে গ্রেপ্তার হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। গতকাল সাপ্তাহিক বন্ধের দিন হলেও শেরপুর জিআর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইকবাল মাহমুদ দুপুরে ওই দুই পরীক্ষার্থীর জামিনের আদেশ দেন বলে জানান আদালত পরিদর্শক খন্দকার মো. শহিদুল হক।
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। বাস ও সরকারি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মাদারীপুর সদর থানার তাদের নামে মামলা হয়। গতকাল দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী এই আদেশ দেন।
সাতক্ষীরায় গ্রেপ্তার দুই এইচএসসি পরীক্ষার্থী জামিনে কারামুক্ত হয়েছেন। জেলা পুলিশের মুখপাত্র পরিদর্শক ইয়াসির আলম চৌধুরী বলেন, এইচএসসি পরীক্ষার্থী ওই দুজন জামিনে কারামুক্ত হয়েছেন।