ঢাকায় কর্মরত পুলিশের এক কনস্টেবলের বড় ভাইকে আনোয়ারায় ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রামের পাঁচ পুলিশ কনস্টেবলসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে মামলাটি দায়ের করেন ভিকটিমের বাবা হুমায়ুন রশিদ।
আট অভিযুক্ত হলেন, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত কনস্টেবল নুর মোহাম্মদ, আবিদ আল মাহমুদ, আরিফ হোসেন, টিপু দাশ, নগর পুলিশে কর্মরত কনস্টেবল নুর নবী, সহযোগী সাইফুল ইসলাম, মো. রুবেল ও অপু পাল। বাদীর আইনজীবী জুবাইর আলম মিরাজ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, ভিকটিম তথা বাদীর বড় ছেলে স্নাতক পড়ুয়া আইমান রশিদ গত বছরের ৩১ ডিসেম্বর আনোয়ারা অংশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে হাঁটতে বের হয়েছিলেন। ওই সময় আসামিরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় ক্রসফায়ার করে কর্ণফুলী নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার হুমকি দেন।
আরজিতে এও বলা হয়, আপন ছোট ভাই নোমান রশিদ ঢাকায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন উল্লেখ করে ছেড়ে দিতে বললেও আসামিরা আইমান রশিদকে ছাড়েননি। পরে খোঁজ খবর নিয়ে কনস্টেবল ভাইয়ের বিষয়ে নিশ্চিত হয়ে চার ঘণ্টা পর তাকে ছাড়া হয়।












