একবার ভাবো কেমন আছি তোমার দামাল ছেলে, দূর দিগন্তের এমন একটি পাঁচিল বিনা জেল এ। আকাশ পথে উড়াল দিয়ে থাকতে এলাম সুখে, সোনার হরিণ শিকার করে ফিরবো তোমার বুকে। রৌদ্রের তাপে জ্বলে পুড়ে কাপড় ভিজে ঘামে, প্রবাসী সুনাম আয় করলাম বাঁচি ত্যাজ্য নামে। রাত্রি যাপন যেমন তেমন চলে বিনা ঘুমে, দিনের বেলায় দৈত্য ছোবল মাথায় এসে চুমে। বুকের মাঝে সাগর সমান কষ্টের বোঝা বয়ে, জীবন যুদ্ধের প্রতীক হয়ে আয়ু যাচ্ছে ক্ষয়ে। অনেক স্মরণ আসে আমার মাগো তোমার চরণ, সবুজ কোমল আঁচল দিয়ে করে নাও মা বরণ। প্রবাস মানে কঠিন পাথর বুকের উপর রাখা, মরুর বুকে ঝলসে ঝলসে আর’তো যায়না থাকা। তোমার ছোঁয়ায় শান্তি আসে সহায় আছে ছায়ায়, আসব ফিরে থাকতে মাগো তোমার স্নেহ মায়ায়।