পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদসহ মহানগর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব নুরুল কবির পলাশের নেতৃত্বে মিছিলটি বিবিরহাট থেকে শুরু হয়ে থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচলাইশ মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান নান্টু, হাসানুর রশিদ, ওমর ফারুক, জসীম উদ্দিন আবেদ, মোহাম্মদ সেলিম উদ্দিন, আরমান রনি, আজাদুল হক চৌধুরী, ফরহাদ আজাদ, আতিকুল ইসলাম আরিফ, মো. রুবেল, জোকনাফায়ক জহিরুল ইসলাম জনি, শাহাদাত হোসেন ফয়সাল, সদস্য সুমন বড়ুয়া শুভ, আব্দুল আজিজ, মোহাম্মদ পারভেজ বকুল হোসেন, মোহাম্মদ জালাল, তৈয়বম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শিমুল মিয়া, মোহাম্মদ সৌরভ, মোহাম্মদ জুয়েল, ইসলাম রাজু, চিস্তি চৌধুরী, মোহাম্মদ বেলাল, মাহবু আলম, মঈনুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।