পাঁচলাইশ থানা বিএনপির বিক্ষোভ মিছিল

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

রাষ্ট্র বিরোধী ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের গুমখুন, সন্ত্রাসনৈরাজ্য এবং রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনের বিচারের দাবিতে গত ৭ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুরাদপুর বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপি নেতা শহিদুল আলম খসরু। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। বক্তব্য রাখেন থানা বিএনপি নেতা সালামত আলী, এইচ এম আজাদ, মোহাম্মদ সেলিম, চাঁন মিয়া, আবদুল হামিদ, মাসুদুর রহমান,আনিসুর রহমান বাবু, হাসান নাসির, সালাউদ্দিন টুটুল, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ সরোয়ার, আবদুল মালেক, শাহ আলম চৌধুরী, জহরুল ইসলাম জিয়া, জানে আলম লাদেন, মোহাম্মদ জাহেদ, আবদুল কাদের, জুয়েল, রনি, জর্জ, নজরুল ইসলাম, মোহাম্মদ সোহাগ প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিনের নেতৃত্বে নগরীর মুরাদপুর, জলিল বিল্ডিং, ২ নম্বর গেইট, সোসাইটি, সুগন্ধা, মির্জারপুল হয়ে পাঁচলাইশ থানার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার
পরবর্তী নিবন্ধছুটিতে থাকা ১২ বিচারপতি সংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট