মুজিববর্ষ উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে গবীর-দুঃখী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ গতকাল শুলকবহর পিএইচপি শো-রুম চত্বরে অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রলীগ নেতা ও ৮ নম্বর পূর্ব শুলকবহর মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছাত্রনেতা ইরফানুল হক বাপ্পি ও মিজানুর রহমান নয়নের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক দিদারুল আলম দিদার, কাউন্সিলর মোরশেদুল আলম, মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশেদুল আনোয়ার খান, দিদারুল আলম আকাশ, আতিকুর রহমান, মিথুন মল্লিক, ওয়াহেদ রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।