ঢাকায় আটকের পর পটিয়ার বাসিন্দা সাইফুল ইসলাম সুমনকে নগরীর পাঁচলাইশ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন এরেস্ট) আদেশ দিয়েছে ঢাকার আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক থেকে বিদেশে পালানোর সময় গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশ যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ সুমনকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আনোয়ারা–পটিয়া এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত সুমন কর্ণফুলী নদীর একটি ঘাটও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতিরও অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সুমন পটিয়া উপজেলার বাসিন্দা। তিনি পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো।