পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ কমিটির প্রস্তুতি সভা

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মুসল্লিরা যেনো আদায় করতে পারে সে লক্ষ্যে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ সিটি করপোরেশন চালিতাতলী কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে চালিতাতলী বাজারস্থ কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি করপোরেশন কর্তৃক চালিতাতলী ঈদগাহ ময়দানের উন্নয়নমূলক কাজ চলমান থাকায় এবার ঈদগাহ মাঠের পরিবর্তে কমিটির আওতাভুক্ত ৬ টি মসজিদে নিজস্ব ব্যবস্থাপনায় ঈদুল আজহার নামাজ আদায় করার সিদ্ধান্ত হয়। কমিটির সর্বসম্মতিক্রমে জামায়াতের সময় সকাল সাড়ে ৭টায় নির্ধারণ করা হয়। তাছাড়া কোরবানির রক্ত ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানিয়ে প্রতি বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সকলকে প্রস্তুতি গ্রহণ করার আহবান জানানো হয়। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জিএম আইয়ুব খানের সভাপতিত্বে ও সদস্য মো. ইদ্রিস আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপদেষ্টা মো. জামাল উদ্দিন, হাজী আবদুল শুক্কুর, মো. কমরুদ্দীন, নুরুল ইসলাম, নুরুল হক কোম্পানি, সহ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আবদুল শুক্কুর পাঁচলাইশী, মো. নাজিম উদ্দীন, লিয়াকত আলী জসিম, জমির উদ্দিন মানিক, আবদুস সালাম, আবু বক্কর, আবু জাহেদ, সোলায়মান বাদশা, আজম সালেহ ভুট্টো, মো. এমরান, আবদুর রহিম, বেলাল উদ্দিন মুন্না, হাজী মো. সৈয়দ, ইয়াকুব আলী মুন্সী, মো. কামাল উদ্দিন, আকবর আলী, মো. আলমগীর, তসলিম উদ্দিন, মো. ওসমান, এমরান রনি, সেকান্দর বাদশা, আইয়ুব আলী, ইসমাইল মির্জা, ইলিয়াছ বাচ্চু, হেলাল উদ্দিন, জিয়াউর রহমান, মো. হারুন, মো. বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে আইনি সহায়তা ও সচেতনতামূলক কর্মশালা