পাঁচলাইশ ও খুলশী থানার ওসিসহ ১২ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। গতকাল রোববার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বদলির এ আদেশ দেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীনকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে খুলশীর ওসি সন্তোষ কুমার চাকমাকে। একই আদেশে কোতোয়ালীর ওসি তদন্ত রুবেল হাওলাদারকে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সিটিএসবির পরিদর্শক এআইএম তৌহিদুল করিমকে চকবাজার থানায় ওসি তদন্ত হিসেবে দেওয়া হয়েছে।
অন্যদিকে সিটিএসবির পরিদর্শক রফিক উল্লাহকে সিএমপি পরিদর্শক (প্রসিকিউশন), পরিদর্শক (প্রসিকিউশন) মোহাম্মদ আতিকুর রহমানকে ডিবি উত্তরের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও টিআই হালিশহর অমরেন্দু বিকাশ চন্দকে টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) পাহাড়তলি, টিআই পাহাড়তলী সন্তোস ধামেইকে পিআই (পেট্রোল ইন্সপেক্টর) ইপিজেড, টিআই খুলশী সালাহউদ্দিন মামুনকে টিআই হালিশহর, পিআই বাকলিয়া মো. মুহিবুর রহমানকে টিআই সদরঘাট, পিআই ইপিজেড মোহাম্মদ আবদুস ছবুরকে টিআই খুলশী এবং ইন্সপেক্টর (ট্রাফিক–কন্ট্রোল রুম) মো. মাছউদুর রহমানকে পিআই বাকলিয়া হিসেবে বদলী করা হয়েছে।