নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাটস্থ পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান গতকাল শুক্রবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নবাগত ছাত্রীদের স্বাগত জানাতে এবং কলেজের নিয়মাবলী সম্পর্কে ধারণা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন পরিবেশের সাথে পরিচিত হওয়ার জন্য একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক সেশন পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিসেস জারেকা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের প্রভাষক ফারুক মোরশেদ, গণিতের সহকারী অধ্যাপক আবু বকর বিন হাশেম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মিসেস ফাতেমা বেগম, ব্যবস্থাপনার প্রভাষক আসমা উল হোসনা। নবাগত ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন আছিয়া ইসলাম ও আয়াজ বিনতে ইসলাম, দ্বিতীয় বর্ষের ছাত্রী তাবাসসুম রশীদ। দ্বিতীয় পর্বে ইংরেজির প্রভাষক জিয়া উদ্দিনের নেতৃত্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞানের প্রভাষক ফারহানা আজিজ ও জীব বিজ্ঞানের সহকারী অধ্যাপক তাসলিমা শহীদ। প্রেস বিজ্ঞপ্তি।