পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির মানববন্ধন

| রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিমের বাসা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ নেজাম আহম্মেদের সভাপতিত্বে গতকাল এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ সভাপতি নূর মোহাম্মদ বাবু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসিম আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম ফয়েজউল্লাহ, প্রচার সম্পাদক নজরুল আজাদ, আইন সম্পাদক সৈয়দ নেওয়াজ আহমেদ, ক্রীড়া সম্পাদক এস এম হাবিবুল্লাহ ফয়েজ, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

এতে বক্তারা বলেন, পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতি এলাকায় যেকোনো সন্ত্রাসী কার্যকলাপ প্রশাসনের সহযোগিতায় প্রতিরোধ করা হবে। সংখ্যালঘুসহ এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তায় রাতে পালাক্রমে এলাকার তরুণরা পাহারা দিচ্ছে এবং সিসি ক্যামেরা দিয়ে নজরদারি রাখা হচ্ছে। আবাসিকের সাধারণ সম্পাদকসহ অন্যদের বাসা ও অফিসে ভাঙচুরকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুইজনকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সুন্নি জনতার বিক্ষোভ মিছিল