পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সভা

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৩ ডিসেম্বর পাঁচলাইশ আবাসিকের সুইস পাক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম৯ আসনের জামায়াতে ইসলাম বাংলাদেশের পদপ্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক, সিএমপি ডিসি (উত্তর) আমিরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিসহ আরও অনেকে। এছাড়া, পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আইয়ুব, সহসভাপতি নূর মোহাম্মদ, মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজ্জাম আহমেদ, কোষাধক্ষ্য মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন প্রমুখ তাদের দায়িত্ব গ্রহণ করেন।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ধৈর্য্য ধারণ করুন, ধীরে ধীরে এ শহরকে বাসযোগ্য করে তোলা হবে। এই শহরকে আমাদের সন্তানদের মতো ভালোবাসতে হবে। দেশপ্রেম যেমন ঈমানের অঙ্গ, শহরপ্রেমও ঈমানের অঙ্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে পর্যটকের ঢল, খালি নেই কোনো রিসোর্ট-কটেজ
পরবর্তী নিবন্ধআওলিয়া কেরামদের দেখানো পথই সংকট থেকে মুক্তির সেরা উপায়