পাঁচলাইশে ৮২ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার এক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন একটি ভবনের দশতলার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ মো. নাছির উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নাছির লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের বড়হাতিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে। গতকাল বিকেলে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।
লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, গত সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিটিআরসি ও র‌্যাব। অভিযানে দেখা গেছে, গত ২০১৬ সাল থেকে লাইসেন্সবিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে নাছির উদ্দিন। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় সরকারি কর (রাজস্ব) ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপির ব্যবসার মামলা রয়েছে। এছাড়াও নাছির অবৈধ ভিওআইপি ব্যবসার জন্য র‌্যাবের হাতে ইতোপূর্বে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। অভিযানে মোট ৮২ লাখ টাকা মূল্যের ৬টি অত্যাধুনিক ভিওআইপি ব্যবসার অ্যান্টেনাযুক্ত মেশিন, দুই হাজার ৮৩০টি টেলিটক সিম, ১৬৫টি এয়ারটেল সিম, একটি ল্যাপটপ, ৪টি মোবাইল, ৬টি পাওয়ার সাপ্লাই, তিনটি মাল্টিপ্লাগ, ৬টি চার্জার, দুটি মডেম, ২৩টি ক্যাবল, তিনটি রাউটার, ৫টি আইপি, একটি এয়ারকুলার, দুটি মাউস, ১৬০টি খোলা অ্যান্টেনা, ২৫০টি সিমের খালি প্যাকেট, একটি নোস প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার এবং একটি টেপকাটার জব্দ করা হয় বলে জানান লে. কর্নেল এম এ ইউসুফ।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত এক
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, শিশু নিহত