পাঁচলাইশে ২ ব্যাগ বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব। সূত্র জানায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে নগরীর পাঁচলাইশ থানাধীন নবাব ভোজ রেস্তোরার সামনে একজন লোক শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিপুল পরিমাণ বিদেশী সিগারেট বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৮ জুলাই বেলা দুইটার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান চালিয়ে আসামি মো. নিজাম উদ্দিনকে (২৪) আটক করে। পরবর্তীতে আটককৃত আসামির হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩২৯ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি থেকে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট বিক্রির উদ্দেশ্যে মজুদ করে পরবর্তীতে নগরীর বিভিন্ন অসাধু ব্যবসায়ীসহ বিভিন্ন লোকদের নিকট উক্ত সিগারেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত বিদেশি সিগারেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বীন ইসলামের সংস্কারক আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রা.)
পরবর্তী নিবন্ধজ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে ক্যাব যুব গ্রুপের মানববন্ধন