পাঁচলাইশে সড়কে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে চসিকের জরিমানা

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ সড়কে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে আমানত শাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী বরাবর বাকবিশিসের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের সেবার মাধ্যমে সমাজ পরিবর্তনই উত্তম কাজ