পাঁচলাইশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, আটক ৪

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে মিছিল থেকে চারজনকে আটক করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের সড়কে ঝরল লোহাগাড়ার যুবকের প্রাণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রবাসীর ঘর থেকে ১১০ ভরি স্বর্ণ চুরি !