পাঁচলাইশে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ১২ বছর বয়সী স্কুল ছাত্রী কিশোরীকে অপহরণ করে ধর্ষণের দায়ে মো. মোরশেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মো. মোরশেদ রাঙ্গনিয়ার ঘাগড়া খিলমোগল এলাকার মো. ইদ্রিসের ছেলে। গত মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশের ষোলশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, ভিকটিম ৫ম শ্রেণী পড়ুয়া একজন ছাত্রী। আসামি মো. মোরশেদ বিভিন্ন সময়ে ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে কুপ্রস্তাব দিতেন এবং অশালিন কথা বলতেন। গত ২০ নভেম্বর অপর একজনসহ মো. মোরশেদ ভিকটিমকে সিএনজিতে তুলে অপহরণ করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা রাঙ্গুনিয়া মডেল থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করেন। ২৪ নভেম্বর কক্সবাজার জেলার রামু থানাধীন চৌমুহুনি এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয় ভিকটিম। পরে মো. মোরশেদসহ জড়িতদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধডা. হাফেজুর রহমান স্মরণসভা
পরবর্তী নিবন্ধ২ নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানি, মালিককে জরিমানা