চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানার অভিযানে দুর্ধর্ষ ছিনতাইকারী ও এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. সোহেল (৩৩) ও মো. আরমান (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মুরাদপুর এলাকায় সিএনজি অটোরিকশাযোগে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং ২০ মার্চ রাতে মুরাদপুরের নুর ম্যানশনে সিধেল চুরির ঘটনায় জড়িত ছিল। এ সংক্রান্তে পাঁচলাইশ থানায় দুটি মামলা দায়ের করা হয়।
তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ মার্চ রাতে পাঁচলাইশ থানার একটি বিশেষ দল প্রবর্তক মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, আসামিরা চট্টগ্রাম শহরে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।