চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে পাঁচলাইশ থানাধীন বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট এলাকার রেল লাইনের নার্সারির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন – মোঃ রবিউল ইসলাম প্রঃ গাটু (২৪), আলমগীর হোসেন প্রঃ ডাকু (২৩), মোঃ মেহেদী হাসান সাগর (২৮), মোঃ ইমন (২৫) এবং মোঃ শাহাদাত খান সবুজ (২৫)।
এসময় তাদের কাছ থেকে ১টি কাঠের দা, ২টি টিপছোরা, ১টি ছুরি এবং ১টি কিরিচ উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোলাইমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা রজু করে পুলিশ স্কটের মাধ্যমে তাদের আদালতে সোর্পদ করা হয়।












