নগরীর পাঁচলাইশের এশিয়ান হাউজিং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। তার নাম শাহাদাত হোসেন আফনান। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আফনান থানায় একটি মামলা করেছেন।
তিনি জানান, এক বন্ধুর সাথে সাক্ষাৎ শেষে বাসায় ফিরছিলাম। এসময় ছুরি ধরে রাস্তা আটকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং বুকের নিচে আঘাত করা হয়।
পাচঁলাইশ থানার এসআই নুরুল আবছার বলেন, ঘটনায় জড়িতকে শনাক্তের চেষ্টা চলছে।












