নগরের পাঁচলাইশে খালের জায়গা দখল করে গড়ে উঠা একটি ১৪ তলা ভবনসহ চারটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে সিডিএ। এ সময় অবৈধভাবে নির্মিত ভবনগুলোর মালিকদের কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার–১ কাজী কাদের নেওয়াজ।
সিডিএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে নকশা বহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকারনামা প্রদান করেন। এ প্রসঙ্গে কাজী কাদের নেওয়াজ বলেন, চট্টগ্রাম শহরে নির্মিতব্য ভবনসমূহে আইন অমান্য করে চউক অনুমোদিত নকশার ব্যতিক্রমী ব্যবহার না করার জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতিত কোনো ভবন নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, একটি পরিকল্পিত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, মোহাম্মদ ফারুক আহমেদ, মো. আবদুর রশিদ, উপ–সহকারী প্রকৌশলী মো. কামরুল হক চৌধুরী, মো. নওশের গণি ও দেলোয়ার হোসেন।












