পাঁচলাইশে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ চাপাতি উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশে চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা একটি চাপাতি উদ্ধার করা হয়। গত শনিবার রাত ১টার দিকে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১ নং রেল গেইট জামাল কলোনির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জিকু (২৫) ও মো. মিজান (২৪)। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার আজাদীকে বলেন, চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘আমার গাড়ি নিরাপদে’ নিরাপদই ছিল ব্যাগটা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৭২ কোটি টাকা