পাঁচজনের তিনদিনের রিমান্ড

মীরসরাইয়ে র‌্যাবের ওপর হামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

 

 

 

মীরসরাইয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা পৃথক তিনটি মামলায় পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন শাফায়েত হোসেন, সাইদুর রহমান, আনোয়ার হোসেন ওরফে টিপু, মিনহাজুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন ওরফে ফাহাদ। গতকাল সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। জেলা কোর্ট ইন্সপেক্টর জাকির হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র, মাদক ও মারধরের পৃথক তিনটি মামলায় আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন। গত বুধবার মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র‌্যাবের কয়েকজন সদস্য। গুরুতর আহত হয়ে বর্তমানে এদের মধ্য থেকে দুজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত ৫ পরিবারের মাঝে প্রয়াসের ভ্যান গাড়ি বিতরণ
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রদলের শোডাউন ফেসবুকে ছাত্রলীগের প্রতিক্রিয়া