পাঁচজনের কমিটির তিনজনই অনুপস্থিত

চবি ছাত্রদলের মিছিল

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

প্রায় সাত বছর নতুন পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। কিন্তু পাঁচ সদস্যের এই আংশিক কমিটির তিনজনই অসন্তোষ প্রকাশ করেছে। সর্বশেষ গতকাল বুধবার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল হয়। কিন্তু সেখানে তাদের তিনজনকে দেখা যায়নি। তারা হলেন নতুন কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সাধারণ আব্দুল্লাহ আল নোমান ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন। এছাড়া মিছিলে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ থেকে ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও যুবদলের লোকজন অংশ নিয়েছে বলেও জানা গেছে। মিছিলে স্থানীয় স্কুলকলেজের শিক্ষার্থী ছিল বলেও জানা যায়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে আইন অনুষদ হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো আলাউদ্দিন মহসিন ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়।

জানা যায়, মিছিলে অংশ নেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার, ইয়ং ওয়ানের চাকরিজীবী বরাতুল মাওন, গার্মেন্টস চাকরিজীবী নুরুল আলম, ওয়ালটনে কর্মচারী মাইনউদ্দিনসহ স্বেচ্ছাসেবকদল ও যুবদলের অনেকেই।

এ বিষয়ে সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, অতিদ্রুত কমিটি পূর্ণাঙ্গ করে ত্যাগীদের পরিচয় নিশ্চিত করা হবে। নতুন কমিটির মাধ্যমে চবি ছাত্রদল আরও বেশি সুসংগঠিত হবে বলে জানান তিনি। সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রশাসনকে প্রগতিশীল সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করতে হবে।

নতুন ঘোষণা হওয়ার পর তিনজন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এরমধ্যে গত সোমবার সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন পদত্যাগ করেন। নতুন কমিটির সাধারণ সম্পাদকও কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি করেন। আব্দুল্লাহ আল নোমান তার ফেসবুকে লিখেন, পদপদবিতে নই, অতীতের ন্যায় দলের কর্মকর্মী গুণে আমি আলোকিত থাকতে চাই।

এর আগে গত ১১ আগস্ট শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮০৯ শিক্ষাবষের্র মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের ২০০৯১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে তরুণীকে গণধর্ষণ মামলায় যুবক আটক
পরবর্তী নিবন্ধনির্বাচনকে উসিলা করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় ওরা : শেখ হাসিনা